মাঘ সংখ্যায় - সালু আলমগীর এর কবিতা [] মেঘ-পরি

মেঘ-পরি [] সালু আলমগীর

স্বপ্ন-ঘুমে রাত কেটেছে ভালো
মেঘের পরির সাথে হলো দেখা
এঁকে গেল হৃদয়-পথে রেখা
জোছনা-মায়ায় বুকের কাঁপন হলো।
মন-সকালে হয়ে প্রথম আলো
দূর্বাঘাসের শিশির হয়ে মাখা
চোখের বোধে শুধুই প্রিয় সখা
আঁধার ছায়ায়,হোক না সে যে কালো।

চাতক-চোখে দেখব অনুভবে
বৃষ্টি হয়ে ঝরবে শ্রাবণ-সাজে
মুগ্ধ হবো, থাকবে না সে ভোগে।
খুনসুটি-মন কেবল ভেবে ভেবে
তাকেই খোঁজে অবাক স্মৃতির ভাঁজে
অনুরাগ আর বিপুল অনুযোগে।



মন্তব্যসমূহ