পৌষ সংখ্যার প্রচ্ছদ ছড়া - যাচ্ছি বাড়ি যাচ্ছি / হাসনাত আমজাদ

যাচ্ছি বাড়ি যাচ্ছি
দিদির চুড়ির রিনিক ঝিনিক শব্দ কেবল পাচ্ছি 
ভোরবেলাতে দাওয়ায় বসে মুড়কি মুড়ি খাচ্ছি
মন বলে আজ উড়তে হাওয়ায় চাচ্ছি    
যাচ্ছি বাড়ি যাচ্ছি।

যাচ্ছি বাড়ি যাচ্ছি
চলতি পথে শুধুই যেন গন্ধ গ্রামের পাচ্ছি    
মায়ের হাতের সরপুঁটি ঝোল হাপুস হুপুস খাচ্ছি
হালতি বিলে সবাই মিলে কাটতে সাঁতার চাচ্ছি    
যাচ্ছি বাড়ি যাচ্ছি।

যাচ্ছি বাড়ি যাচ্ছি
ওই তো দূরে ভটখালি গ্রাম দেখতে আমি পাচ্ছি
ভর দুপুরে মশলা মেখে আম চিবিয়ে খাচ্ছি
তেঁতুল তলায় মাচায় বসে আড্ডা দিতে চাচ্ছি
যাচ্ছি বাড়ি যাচ্ছি।

যাচ্ছি বাড়ি যাচ্ছি
অনেক বছর পরে প্রিয় মাটির দেখা পাচ্ছি   
চাঁদনী রাতের জোছনা আহা বেদম সুখে আছি
স্বপ্নেভরা কিশোর বেলা আবার ফিরে চাচ্ছি  
যাচ্ছি বাড়ি যাচ্ছি।

মন্তব্যসমূহ