পৌষ সংখ্যায় নূরুজ্জামান শাহ্ এর ছড়া - ঋণের জালে

হঠাৎ করে পাইনি এদেশ
কারো দয়ার দানে
দেশ কিনেছি রক্ত সাগর
অশ্রু নদীর বানে!

পুরোটা দেশ শ্মশান হলো
নগর গেরাম ছাই
এমন সময় বিভীষিকার কথা
ইতিহাসেও নাই!

চিরতরে হারিয়ে গেলো
তরতাজা সব প্রাণ
লাশের বুকে গন্ধ কোথায়
স্বাধীনতার ঘ্রাণ!

ষোলই ডিসেম্বরের বিকেল
মাহেন্দ্র সেই ক্ষণে
বিজয় এসে ধরা দিলো
নিবিড় আলিঙ্গনে।

যতোই উড়ে লাল-সবুজের
পতাকাটা ওই
ততোই আমি নের জালে
বন্দি হয়ে রই।



মন্তব্যসমূহ