পৌষ সংখ্যায় ইমতিয়াজ সুলতান ইমরান এর ছড়া - বিজয়ের মাস

বিজয়ের মাস গর্বের মাস
গর্ব বাঙালির
বাংলা মায়ের দামাল ছেলের
উর্ধ্বে উঠা শির।

মুক্ত ভোরের সূর্য উঠা
বিমল হাসি মাখা
মানস-পটে নিশাণ উড়ে
লাল-সবুজে আঁকা।

ভোরের পাখি কিচিরমিচির
মিষ্টি কলরব
রোজ বিহানে শুরু করে
বিজয়ের উৎসব।

শিশির ভেজা ঘাসের সাথে
রোদের হাসি খেলা
মনের হরষ মধুর পরশ
সুখের সারা বেলা।

বিজয়ের মাস মধুর আভাস
মায়ের মুখের হাসি
উদোম মাঠে নদীর বাঁকে
রাখাল ছেলের বাঁশি।

কৃষাণ ঘরে হৃদয় কাড়ে
পিঠা পুলির ঘ্রাণ
শিমের মাচায় দোয়েলের শিস
ঝরা পাতার গান।


বিজয়ের মাস লড়াইয়ের পাস
বীর বাঙালির চেতন
সুনীল আকাশ বিমল বাতাস
লাল সবুজের কেতন।

দেশের কথা গান কবিতা
শেখ মুজিবের ভাষণ
স্বপ্ন সুখের স্বাধীনতা
মুক্ত মায়ের আসন।



মন্তব্যসমূহ