পৌষ সংখ্যায় মামুন সুলতান এর কবিতা - সর্বনাশের খেলা

হৃদয়পুরে রক্তক্ষরণ ঝরছে লালে লাল
বুকপাঁজরে কষ্টহরিণ নামছে পালে পাল
দীর্ঘশ্বাসে নীলশ্বাসেরা আটকা আটকা দম
ক্ষণে ক্ষণে শ্বাসনালিতে ধরছে যেন যম।

সমাজটা আজ কোনতালে যায় বুঝে ওঠা দায়
আজকাল ওরা গায়েরজোরে ল্যাংটা ভয় দেখায়
বাবা চাচা মামার জোরে উচ্চসিনায় হাঁটে
তাজি পাজি কয়েক হাজি তার হাতটা ছাটে।

দেখতে দেখতে এসব কান্ড বুকের ভেতর রাত
আন্ধারে তাই দেখিনাত দিন হয়ে যায় কাত
সর্বনাশের খেলছে খেলা অমুক তমুক ভাই
ওদের খুশি রাখতে নারি বাঁচার উপায় নাই।

ছন্দখেলে যায় না বলা মনের সকল কথা
দমে দমে আটকে আসে জাগে মনে ব্যথা
সমাজ জুড়ে এমন খেলা চলবে কতদিন
বন্ধ হলে ভাল কথা নামবে নইলে জিন।



মন্তব্যসমূহ