পৌষ সংখ্যায় তোফায়েল তফাজ্জল এর ছড়া - শোধ হবে না

আমার কাছে স্বাধীনতা
রক্ত জবা ফুল
কানে আরাম দিতে থাকা
নদীর কুলুকুল।

পানি ফুলের দোলনা দোলা
জলপিপিদের নৃত্য
মুক্ত মনে বাতাস টেনে
গর্বে ফোলা চিত্ত।
 

আমার কাছে স্বাধীনতা
মায়ের হাতের আদর
শীত সকালে রাঙা রবির
জড়িয়ে ধরা চাদর।
 

সব্ইা জানে, এতে কত
ভাইয়ের রক্ত ঋণ
তাদের সে ত্যাগ শোধ হবে না
লিখেও কোন দিন।


মন্তব্যসমূহ