পৌষ সংখ্যায় রওশন রুবি এর কবিতা - স্বাধীনতার জন্য

আমার কষ্ট হলে আমি কি করবো
পটভূমি থেকে তুলে নেবো কি
রক্তমাখা মৃতের স্বাধীনতা তৈরি শরীর
ছুঁয়ে দেব কি স্টেনগানের বাহু
আর রক্তে উন্মাদিত শিহরণ নিয়ে
একের পর এক হত্যা করে যাবো অন্যায়?

আমার মন বিমূর্ত হলে
 চোরা স্রোতের অভিমানে,কি করবো
ঘুরে ফিরে শহরের কানায় কানায়
ভরে তো উঠবেই লাশ,চিৎকার
আগুন ঝরা রাঙা হাসি,কুৎসিত-দহন।

এসব ভুলে এক সময় দাঁড়াবে                 
সমাজের মঞ্চে  হয়তো খুনিদের দল
মৃতদের সজন করবে করমর্দন।
তখন আমার দুচোখ যদি ভিজে
ভালোবাসায়,
আমি কি বাংলা তোমার বুকে
একটি উঠোন পাবো কারুকার্যময়
জলের বন্যায় ভাসাবো দীর্ঘ সময়,
স্বাধীনতা আমার স্বাধীনতা
আর সব মৃতদের স্বাধীনতাময়          
রক্তাক্ত শিহরণের জন্য?


মন্তব্যসমূহ