মাঘ সংখ্যার প্রচ্ছদ কবিতা - বাগানে ফিরছো জেনে [] ফকির ইলিয়াস

বাগানে ফিরছো জেনে [] ফকির ইলিয়াস
--------------------------------------------
বাগানে ফিরছো জেনে পাখিগুলো স্বর ভাঙছে আজ
একটি বসন্ত কানে কানে তুলছে আওয়াজ
বহুদিন কাছে থাকো আনন্দে - ওগো প্রিয় সখী
                   পুষে রাখো নীল প্রিয় পাখি,
বারান্দায় - দুপুরের শরীর
যেভাবে সূর্যের গায়ে এলিয়ে পড়ে-সুরমার তীর।

নদীও ফিরবে জানি তোমার এই ফিরে আসা দেখে
গভীর রাতে-অচেনা শিল্পী যাবে এঁকে,
তোমার পায়ের নখ, আলতা পরা লাল পদছাপ
এই প্রেম পূর্ণ হবে গরিমায়,
                          ঘাসে ও বিশ্বাসে
অষ্টাদশী চন্দ্রালোক - কাছে এসে দেখাবে প্রতাপ।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন