মাঘ সংখ্যায় - পঞ্চানন মল্লিক এর কবিতা [] জলনিশি ও রৌদ্র ছায়া বিকেল


আর কিছু ভালোলাগা বরাদ্দ পেলে সে হয়ে উঠত অনিন্দ্য-অতন্দ্রিলা
সরলতায় হেঁটে যাওয়া রৌদ্র ছায়া বিকেল
তবে কি এটাই অনিবার্য জীবনের ক্ষুদ্র মোহ মেলায়
উত্তর না লেখা পরীক্ষার খাতায় দাঁড়ি, কমা যতি চিহ্নের  হয়নি ব্যবহার
শুধু অনাদরে বেচে দিয়েছি মুদির পাল্লায়
পার্কের বুকে আজ পাথরের গাঙচিল বরাদ্দ বকেরা উড়ে উড়ে যায়
চাও যদি সময়ের ড্রয়ার খুলে দেখাতে পারি
পাক-ক্যাম্পে ধরে আনা মুক্তিযোদ্ধার মত নির্ভীক এ মন
জীবনের বিজয় দেখতে আরেকবার খুঁজে যায় জলনিশি ও রৌদ্র ছায়া বিকেল।


মন্তব্যসমূহ