মাঘ সংখ্যায় - মাহমুদ হায়াত এর কবিতা [] ভালবাসার হাতেখড়ি

 অপকৃতিস্থ একটা জলের প্রপাতে-
নীলাভ জোছনার স্নিগ্ধ আলোর দ্যূতি,
কখন যে অজান্তে ছায়া ফেলেছে তাতে
আমি বুঝিনি স্বচ্ছ সে মধুর মুরতি।
তখনো অস্পষ্ট ভালোবাসা কাকে বলে
স্তব্ধ জল আর রোদের সে লুকোচুরি,
ধীরে ধীরে বুকে বাসা বাঁধে নানা ছলে
অজান্তে হয় ভালোবাসার হাতেখড়ি।

আর সেই আবরণহীন সুখগুলো-
বুকে করে সুখের মোড়ক উম্মোচন।
হাটি হাটি পা পা করে পার হই ষোল; 
আড়ষ্ট কেটে আসে আলোর সম্ভাষণ।
পার্থিব ক্লিষ্ট ছেড়ে স্বর্গের হাত ধরি,
আর এভাবেই একদিন প্রেমে পড়ি।
--------------------------------------

মন্তব্যসমূহ