মাঘ সংখ্যায় - তামান্না সঞ্চিতা'র কবিতা [] আমার গহীনে তোমার অস্তিত্ব

এক শুদ্ধ প্রেমের পারাবারে স্নান করেছি আমি;
হয়েছি সত্য প্রেমী
আমার উদাসী ভাবনায়, গভীর চেতনায়
আবেগ আর অনুভবে মিশে আছো এক তুমি, শুধু তুমি!

কত যে খুঁজেছি তোমায়
শহরের ব্যস্ত অলি-গলির এ প্রান্ত থেকে ও প্রান্তে
তবু আমি ক্লান্ত হইনি, ক্লান্ত হয়নি আমার মন!

চেনা-অচেনা পীচঢালা পথে একাই হেঁটেছি
পৌঁছে গেছি দূর থেকে বহুদূর অজানা গন্তব্যে
বেড়ে গেছে হৃদয়ের স্পন্দন
তবু থেমে যাইনি, থামেনি আমার গুনগুন সুর।

শহর থেকে গ্রামে
শান্ত মেঠো পথে খুঁজেছি তোমায়
নদীর পাল তোলা নৌকা হয়ে একাই ভেসেছি
তবু খুঁজে পাইনি তোমায়
রয়ে গেলে অজানা ঠিকানায়!

অবশেষে,
আমার গহিনেই তোমার অস্তিত্ব খুঁজে পেলাম!

মন্তব্যসমূহ