মাঘ সংখ্যায় প্রকাশিত - কাজী জহিরুল ইসলাম এর কবিতা [] মধ্যরাতের পদ্য

মধ্যরাতে সদ্য লেখা পদ্যটাকে উড়িয়ে দিলাম
বন্ধ ঘরের অন্ধকারে ছন্দগুলো মুক্ত স্বাধীন
তোমার কাছে পাঠানো এই পত্রখানি ঠিকানাহীন
কষ্ট-রাতের অষ্টপ্রহর নষ্টমলিন স্মৃতির খামে
যত্ন করে রত্ন ভেবে পোস্ট করেছি তোমার নামে

অদ্য আমি বিস্মৃত ব্র্যান্ড মদ্যপানে বিভোর ছিলাম
জানলাগুলো দরজাগুলো সমস্ত রাত খোলাই রেখো
সৃষ্টিপ্রহর বৃষ্টি হলে দৃষ্টি মেলে তাকিয়ে দেখো
দুরন্ত রাত উড়ন্ত এক চিঠির ঝাঁপি দূর আকাশে
অক্ষরেরা দক্ষ নিবিড় সখ্য করে তারার পাশে

বধ্যভূমির গদ্যগুলো দানার মতো কুড়িয়ে নিলাম
ঘণ্টি বাজে মনটি উদাস কয়েদখানার সেলের ভিতর
ভোর হলেও দোর খোলেনা প্রবাসকারা এমনি ইতর
ছত্র কয়েক পত্র আমার তোমার কাছে সঙ্গোপনে
রাত্রি জেগে যাত্রী একা তীর্থবিহীন ইস্টিশনে।


মন্তব্যসমূহ