মাঘ সংখ্যায় - রওশন মতিন এর কবিতা [] ফিরে যাবো ফিরে যেতে চাই

ফিরে যাবো ফিরে যেতে চাই [] রওশন মতিন

চলে যাবো অন্য কোথাও এই সব কোলাহল ছেড়ে,
অন্য কোথাও চলে যাবো যেখানে থাকবেনা কেউ,
কেউ থাকবেনা, পৃথিবী, মানুষ, বোবা আকাশ,
যেখানে কথা বলবেনা নদীর চঞ্চল সজাগ ঢেউ।

ভুলে যাবো বারুদের গন্ধ, রমণীর নগ্ন দেহের উত্তাপ,
ভুলে যাবো জীবনের  সুখ-দুঃখ, বৃক্ষের জড় ভালবাসা,
আমার অস্তিত্ব থেকে খসে তাজা মাংসের ইট-পাথর
একটি দাবানল, একটি মহাযুদ্ধের মিটাক পিপাসা ।

যেখানে সমস্ত কোলাহল মৃত্যুর মত জমে থাকে-
সেখানে কেউ যেন আমার জন্য অপেক্ষা না করে,
সৃষ্টির চারপাশে তুলে দিয়ে কঠিন ছেদহীন দেয়াল
আমি একাকীই ফিরে যেতে চাই আপন ঘরে।

ভালবাসা এক ধরনের ক্যান্সার, ক্ষণিক উজানি সুখের পাপ,
তাই ফিরে যাওয়াই ভালো, পড়ে  থাক  মাতালের সংলাপ ।


মন্তব্যসমূহ