মাঘ সংখ্যায় সুমনকুমার নায়েক এর কবিতা [] শীতবুড়ি


লাঠি ঠুঁকে- ঠুঁকে আবার গুটিগুটি ফিরে এল শীতবুড়ি!

আমি দূর থেকে দেখি---
রেলকলোনির কাঠখোট্টা বকুল গাছটার নিচে
একমুখ দাড়ি, নোংরা উসকোখুসকো চুল
নতুন কম্বল জড়িয়ে বসে আছেন--- বিশু পাগল!

তুমি ডিভান্ থেকে লেপ, গরম কাপড় ঝেড়ে ঝেড়ে রোদে দিচ্ছো
আজ কি কোনও পরব আছে বাড়িতে!
সকাল-সকাল স্নান সেরেছ...
একটা-দু'টো চড়াই ঘুরঘুর করছে তোমার কাছে

এক যুগ কেটে গেল
তবুও বেরিয়ে পড়া গেল না কোত্থাও
শুধুই অভ্যাসবশতঃ এই দিনযাপন, ফ্যাকাসে হাসি
আর, বাসন-কোসনের অসংলগ্ন নিরীহ আওয়াজ !

মন্তব্যসমূহ