মাঘ সংখ্যায় - তাপসকিরণ রায় এর তিনটি অণুকাব্য

কিছু কথা

কখনও দুর্দান্ত কিছু কথা হারিয়ে যায়—

আর বাতাসে কিছু গুলতানি,
কিছু ভালোবাসার প্রলাপে তুমি ঘুমিয়ে থাক।
মিছি মিছি তুমি বলে ওঠো, ভালোবাসি, ভালোবাসি !


২)
ক্ষতচিহ্ন

কাঁটার গোলাপ না হয় নিলাম হাতে--
ক্ষতস্থান শুকিয়ে যায় জানি।
আমার হাসিটুকু ধরে রাখি গোলাপে--
না হয় অন্তরালে ঢাকা থাক ক্ষতচিহ্নগুলি।

৩)
ফুলোত্সব

উলু বন হলেও চলবে, তুমি মুক্ত ছড়াতে আসবে জানি,
ভাঙা মৃৎপাত্র মনে করিয়ে দেয় স্থাবর কথা।
ছেঁড়া কিছু কথা, কিছু টুকরো কাপড়ের বেড়,
আর ছিল কিছু নগ্নতা, তাতে আলো ফেল তুমি,
এবার আলোক সজ্জায় ভরে দাও তার বিছানা—

আজের ফুলোত্সব।

মন্তব্যসমূহ