মাঘ সংখ্যায় - বর্ণীল মনীষা'র কবিতা [] অতীন্দ্রিয় মিলন

 বাইরে আলো আজ মেঘের বুক চিরে আঁকছে প্রগাঢ় চুম্বন আকাশের বুকে-
মেঘের হয়তো জেগেছে পূর্বাপূর্ব মিলনেচ্ছা।
গুরু গুরু শব্দে জানিয়ে যাচ্ছে প্রণয়ের কথা,
হাওয়ায় হয়তো প্রেয়সীর স্পর্শ!
টুপ্‌টাপ্‌ দু' এক ফোঁটা বারি কণা অভিমান হয়ে ঝরছে এ' ধরায়।  
কখনো বা মাতাল হাওয়ায়
সশব্দে ভালোবাসার সুতীব্র আস্ফালন।
আমি দূর থেকে সুবোধ বালকের মত দেখে চলেছি অতীন্দ্রিয় মিলন!
আমার মাঝে ডুবে থাকা প্রেম কোথাও যেন থেকে থেকে কেঁপে ওঠে,
তবুও মন্ত্রমুগ্ধ হয়ে জানালার ওপাশে রেখেছি সিক্ত নয়ন-
বেলফুল গন্ধে আজ কেমন বিষাদ সুবাস।

সবিশেষ মুহূর্ত দোলা দেয় স্পর্শানুভূতির আশে।
---------------------------------------------------------------


মন্তব্যসমূহ