মাঘ সংখ্যার প্রচ্ছদ ছড়া - স্মৃতির ভ্যালেন্টাইন [] জগলুল হায়দার

তুই তো ছিলি অঙ্ক খাতায় আবোল তাবোল টান
প্রাণ লাগিয়ে গাওয়া আমার বেসুরো সব গান।
তুই তো ছিলি টিফিন বেলায় বাড়তি কিছু ভাগ
শেয়ার করে না খেলে তোর হায় কি ভীষণ রাগ।

তুই তো ছিলি ফুল বাগানে আমার নাকে বাস
এক পলকের না দেখাতেই অজস্র হাঁসফাঁস।
তুই তো ছিলি অমানিশায় আমার চোখে চাঁদ
কিশোর বেলার স্বপ্ন আবার সর্বনাশের ফাঁদ।

তুই তো ছিলি আমার পড়ায় হঠাৎ করে ছেদ
ক্লাস-কাটা সব দুপুরগুলার অন্যরকম ভেদ।
তুই তো ছিলি গ্রিল ধরে আর আমার ছিল পথ
দূরে থেকেও চারটি চোখের হায় কি সহমত।

তুই তো ছিলি বইয়ের পাতায় লুকিয়ে রাখা ফুল
মন হারাবার চোরা বাঁকে আমার প্রথম ভুল।
তুই তো ছিলি লাওয়ের ডগার থরো থরো লাজ
ন্যাপথলিনে আজো পুষি সেসব স্মৃতির ভাঁজ।

মন্তব্যসমূহ