মাঘ সংখ্যায় - অজয় দাশগুপ্ত'র ছড়া [] ভ্যালেন্টাইন

এমনকি অার হয়?
একটা দিনে ভালোবাসা
অার সবদিন নয়?


ভালোবাসা শাসন কানুন
দিবস মানা অাইন?
একটি দিনের জন্যে তুমি
অামার ভ্যালেন্টাইন?

উপহারের মোড়ক বাঁধা
চিঠি মাথার ফুলে
একদিবসে ভালোবাসা
উঠবে ফেঁপে ফুলে?

তরুণ যুবা নতুন যারা
নবীন চোখের জলে
দিবসটিকে ভাসিয়ে দাও
অাছি তাদের দলে।

অামার বোধে ভালোবাসা
শরীর মাখা প্রেমে
চিরকালীন ঘুড়ির ওড়া
যায়না নীলে থেমে।

যতই তুমি ওপরে নীল
ভেতর জুড়ে মধু
কন্যা জায়া জননী হে
ভ্যালেন্টাইন বধু।

মন্তব্যসমূহ