মাঘ সংখ্যায় - মনীন্দ্র দাস এর ছড়া [] প্রতিশোধ


তোমায় নিয়ে ভাবতে আমার
লাগে বড়ই ভালো
মনোরাজ্যের অন্ধকারে
তুমিই শুধু আলো।

দিন কী রাতে সাঁঝ প্রভাতে
তোমায় খোঁজে মন
তোমায় বিনে জীবন্মৃত
থাকি সারাক্ষণ।

তোমার জন্য যত্ন করে
রেখে ছিলেম দেহ
তোমার জন্য মন-গগনে
ঢুকতে পায়নি কেহ।

স্রোতের টানে তুমিই যখন
হারিয়ে গেলে প্রিয়ে
দেহটা তাই ঠুকরে খাচ্ছে
চিল শকুনে নিয়ে।

নানান উপাচারে আমি
সাজিয়ে ছিলাম থালা
বিদীর্ন হৃদয়ে এখন
জ্বালা শুধুই জ্বালা।

গলি-ঘুপছি অন্ধকারে
নেশায় হচ্ছি বুদ
প্রেমের জন্য এটাই আমার
শ্রেষ্ঠ প্রতিশোধ।


মন্তব্যসমূহ