মাঘ সংখ্যায় - মেজু আহমেদ খান এর ছড়া [] আমি মাঝি যাত্রী সুমি

দুঃখ সুখের মধ্য দিয়ে
কাছাকাছি দুইজনে
পেরিয়ে এলাম দশটি বছর
জীবন নামের জুঁই বনে।
আসার সময় ফুটিয়ে এলাম
স্বর্গীয় তিন ফুল
ইয়াসীন,ত্বোয়া-হা,কাব্য ত্বোয়াসীন
যুগল সুখের মূল।

চলার পথে মান অভিমান
হয়নি সেটাও কম
তবু মোরা যাইনি থেমে
আটকিনি একদম।

অচেনা পথ সামনে আরো
শেষ জানিনে কই
আশার নায়ে চলছি ভেসে
না করে হইচই,
ভালোবাসার ওম জড়ায়ে
দুঃখ গ্লানি সব মাড়ায়ে
মন্দ না তো ভালই আছি
প্রেমের চাদর গায়,
আমি মাঝি যাত্রী সুমি
ছোট্র আমার নায়।

মন্তব্যসমূহ