মাঘ সংখ্যায় - আনিসুর রহমান খান'র ছড়া [] বুক বাঁধি

স্বপ্নের দীঘি আঁকি চোরাবালি খুব
তবুও তোমার বুকে দেই আমি ডুব
ভুল থেকে ফুল আঁকি খোলা রাখি কান
জানালায় বসে থাকি ভেসে আসে গান
পায়ের শব্দ পেলে জেগে ওঠে চোখ
হিংসায় জ্বলে কতো প্রেমঘেসা লোক
নিভিয়ে দিওনা তুমি হৃদয়ের মোম
এ শরীর হিম হবে জনমের ঘুম
চেতনার পরী হয়ে আলো করো ঘর
আশাতেই বুক বাঁধি আমলকী নর।

মন্তব্যসমূহ