১২তম সংখ্যায় চন্দনকৃষ্ণ পাল এর কবিতা

এ উৎসবের ডাক

চন্দনকৃষ্ণ পাল


সম্মেলনের আমেজ নিয়ে আসতো পুজোর দিন
আজকে শুধু চারিদিকে শোক দুখের চিন।
নিরাপত্তা হারিয়ে গেছে মনের ভেতর ভয়
স্মৃতির দুয়ার খুলে ভাবি এমন কেনো হয়?

এই মাটিতে জন্ম আমার এই মাটিই মা,
হিংসুকেরা যা-ই করুক মাকে ছাড়বোনা।
নীরবে নয় প্রতিবাদের কণ্ঠ খোলা চাই
দুর্বলতা আর নয় ভাই প্রতিরোধে যাই।

অধিকারতো দেয়না কেউ, কেড়ে নিতে হয়
মুখটা বুঝে মার খাওয়াতো বীরের কাজ নয়।
দুর্গা মায়ের সম্মুখে আজ প্রার্থনা হোক এই
নীতির প্রশ্নে এক হবো সব এতে আপোষ নেই।

এই পুজোতে প্রতিজ্ঞা হোক এগিয়ে যাবো সব
প্রতিবাদের কন্ঠে এবার জমবে এ উৎসব।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন