১২তম সংখ্যায় মোসলেহ্ উদ্দিন বাবুল এর কবিতা - কবি

আসলে কবিরা সব সংজ্ঞাহীন নিথর মানুষ
নিরবধি কাল কাঁদে মানুষের ভিতর বাহির
শব্দেরা মালা গাথে হৃদয়ের ভিতরে হৃদয়ে
এভাবে শব্দাবলী হয়ে ওঠে পূর্ণাঙ্গ কবিতা
অনুপম শব্দের ঝালর

কবিতা ভূমিষ্ঠ হয় এভাবেই মানুষের হৃদয়ে হৃদয়ে।

কবিরা কখনো যদি ইউনিফর্ম পড়ে
তবু তার হৃদয়ের ক্রন্দন থামে না

কবিদের হৃদয়ে আকাশ, আকাশের উপরে আকাশ
মানুষ কেবলি কাঁদে,
কবিরা তা হৃদয়ে জমায়!

আসলে নির্দিষ্ট কোন কবি দল নেই,
মানুষেরা সকলেই কবি,
কেউবা কাগজে লেখে, কেউবা হৃদয়ে!

মন্তব্যসমূহ