নগরকীর্তনের সম্প্রচারে : চন্দনকৃষ্ণ পাল

সরাসরি তোমাকে দেখি তমাল তলায়
তোমার কণ্ঠে ঝরে কৃষ্ণ সংগীত
নগর কীর্তনেও দেখি মধ্যমণি তুমি
আমি শুধু পরবাসে দিনগুনি একা।

বাতাসে তোমার চুল গোবিন্দায় নমো
পাশ ঘেঁষে হেঁটে যায় সিগ্ধা বাউল
অরুন্ধতী হাসে তার ব্র্যান্ড সেই হাসি
পরিচ্ছন্ন পর্দাটাও ঝাপসা হয়ে আসে।

জীবনই কুয়াশামাখা কী করার আছে
সূর্যদেব লুকোচুরি খেলা নিয়ে থাকে
সবাই তো তার দলে আমি আজ একা
তোমার কণ্ঠেও আজ তারই সুর বাজে!

মন্তব্যসমূহ