পরিবর্তন : বিনয় কর্মকার

তোমার গলায় তাবিজ দেখে ভাবনা জাগে!
তোমরা কী এখনও লখিন্দরের পালা গাও?
নরুন ফেলে;
নেইল কাটারে নখ কাটতে-কাটতে-
খুঁজে বেড়াও কবিরাজের উঠোন!

আমাদের উঠোনজুড়ে এ্যালোপ্যাথিক
আমরা প্রতিদিন আগামী মানি।
বীণ বাজানো ওঝার আগে ভ্যাকসিন খুঁজি।

তোমার গলায় তাবিজ দেখে ভাবনা জাগে!
তোমরা কী এখনও লখিন্দরের পালা গাও?

মন্তব্যসমূহ